মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কালাই উপজেলা আওয়ামিলীগ এর আয়োজনে বেলা ১২ ঘটিকায় উপজেলা আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী দের অংশগ্রহণে কালাই উপজেলা পার্টি অফিসের সামনে থেেকে এক র্যালি বের হয়ে মেইন সড়ক প্রদক্ষিণ করে আবার পার্টি অফিসে এসে শেষ হয়। এসময় কালাই উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় কালাই উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে কালাই উপজেলার বিভিন্ন নেতা কর্মী বক্তব্য রাখেন।এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন কালাই উপজেলা বিএন পি সাবধান কালাইয়ে এমন নৈরাজ্য সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দোমানো হবে।