কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা)।প্রতিনিধিঃ
বিএনপির নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও সহিংস ঘটনার প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আতওয়ামী লীগ।
রবিবার বিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা।