মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা গ্রামের মরিয়ম আক্তার জলি (১৫) নামে সদ্য পাসকৃত এক স্কুল ছাত্রী নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
সে ওই গ্রামের মোফাজ্জলের মেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় মরিয়ম আক্তার জলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশীরা জানান, নিহত জলি ২০২৩ সালে এস এসসি পরিক্ষয় ( ২৮ জুলাই) উত্তর্নী হয়েছে জলি শনিবার সকাল থেকে পাস করার আন্দন্দে প্রতিবেশিদের মিষ্টি খাওয়ান সন্ধ্যায় সে তার শয়ন কক্ষের দরজা বন্ধ দীর্ঘক্ষন অবস্থান করায় তার মায়ের সন্দেহ হলে আনুমানিক ৭.৩০মিনিটের সময় জলিকে ডাকতে যায় তার মা৷
এ সময় অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে জলিকে ঘরের ভেতর ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে জলির গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।
নিহত জলি ক্ষেতলাল গার্লসপাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এস এস সি সদ্য পাসকৃত ছাত্রী৷
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান লাইলির প্রেমে বাধা আত্মহত্যা করায় মজনু এখন হাসপাতালে৷৷
এ আত্মহত্যার ঘটনায় মরিয়ম আক্তার জলির নিকট বন্ধু ও প্রতিবেশীরা ধারনা করছেন যে, এক তরুনের সাথে প্রেম ঘটিত বিষয়ে কয়দিন যাবৎ জলির পরিবারে সংঙ্গে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় জলি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করতে পারে বলে মনে করেন তারা।
এবিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনেয়ার হোসেন বলেন স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনায় মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতে পাঠানো হয়েছে৷