মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে কালাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষীকি উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট সকাল ১০.৩০ মিনিটে কালাই উপজেলা চত্বরে অবস্হিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও তার সাথে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে কালাই উপজেলা প্রসাশন এর পর একে একে উপজেলা আওয়ামীলীগ,পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এর পর কালাই উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মিনফুজুর রহমান মিলন,এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী,কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা,আরো বক্তব্য রাখেন কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,এ সময় সভপতি তার বক্তব্যে বলেন শত্রুরা মনে করেছিলো শেখ কামালকে বাঁচিয়ে রাখলে হয়তো আর এক বঙ্গবন্ধু তৈরি হবে এ জন্য স্ব পরিবারে নির্মূল করেছিলো।এ সময় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন যদি বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যরা বেঁচে থাকতো তাহলে বাংলাদেশ আরো ওনেক এগিয়ে যেত।
এর পর কালাই উপজেলা আওয়ামিলীগ এর পার্টি অফিসে কালাই উপজেলা আওয়ামিলীগ এর আয়োজনে কালাই উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে আলোআনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।