মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কালাই উপজেলা প্রসাশন ও কালাই ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বনাম কালই ক্রীড়া সংস্থার সাবেক সদস্যদের মাঝে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল ৫ ঘটিকায় কালাই সরকারী ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাফছাদুল হক তালুকদার জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী,এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।কৃষি অফিসের পক্ষে কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় এর নেতৃত্বে কৃষি কর্মকর্তা ও কর্মচারী গণ খেলায় অংশ গ্রহণ করে,এছাড়া খেলায় যুব উন্নয়ন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা অংশ গ্রহন করেন।খেলায় ড্র হওয়াই অংশগ্রহণ কারী সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি বলেন খেলা মানুষকে যে আনন্দ দেয় তা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না।