1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

কেন্দুয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র আহবায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,গণপরিষদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হাদিস উদ্দিন চৌধুরীর ছেলে মুহাম্মদ নাহিদ চৌধুরী লিংকনকে আহবায়ক ও বীরোচিত পুলিশ মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়ার ছেলে আবু তালেব সাতিলকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দুয়া উপজেলা শাখার ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুৃমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছে, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম তুষার, সুলতানা পারভীন পপি, জুলফিকারুল ইসলাম জেমি, আনিসুর রহমান ও রতন মিয়া এবং সম্মানিত সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান হুমায়ূন কবীর, শাহীন মিয়া, আবু সাদাত মোঃ সায়েম, সুমন মিয়া, খায়রুল কবির নিয়োগী, মোশারফ হোসেন, তোফায়েল চৌধুরী, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন ভূঞা, রুবিনা আক্তার, শেখ মোঃ আব্দুল জব্বার, আলী উসমান, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ শনিবার সন্ধ্যায় (৫ আগস্ট) কেন্দুয়া প্রেসক্লাবে এসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের হাতে অনুমোদিত কমিটির অনুলিপি হস্তান্তর করেন।
এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি সুনীল কুমার পোদ্দার এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira