নুর কুতুবুল আলম, রাজশাহী প্রতিনিধিঃ”তুমি রবে নীরবে হৃদয়ে মম” এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২২ শে শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ ) বিকেল সাড়ে চার ঘটিকায় শতফুল স্কুল ও শতফুল সংগীত বিদ্যালয়ের আয়োজনে এবং সংস্থার সার্বিক সহযোগীতায় শতফুল প্রধান কার্যালয় অডিটরিয়ামে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, শতফুল বাংলাদেশ এর কো-অর্ডিনেটর হুমায়ুন কবির মুক্তা, স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা প্রমুখ ।
সংগীত বিভাগের প্রধান শিউলি আক্তারের পরিচালনায় শিক্ষার্থীরা সংগীত ও নাটিকা মঞ্চায়নের মাধ্যমে কবি গুরুকে স্মরণ করা হয়।