1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীনদের ৪র্থ পর্যায়ে গৃহ প্রদান উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নিয়ামতপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ে ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান  উপলক্ষ্যে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে   প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার   ইমতিয়াজ মোরশেদ। সোমবার (৭ আগষ্ট) দুুুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের  সভাকক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ  সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,  নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শাহজাহান সাজু, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমানের উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি আইনুল হক, দৈনিক আলোকিত প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আবুু তালেব, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনজিত কুমার দাস, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , দৈনিক গনদন্ততের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক রাজশাহী টুয়েন্টিফোরের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এশিয়ান ২৪ প্রতিনিধি জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল মতিন,  রুহুল আমীন প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে নিয়ামতপুরে উপজেলায়- প্রথম পর্যায়ে ৭১টি, দ্বিতীয় পর্যায়ে ৭৫টি, তৃতীয় পর্যায়ে ৬০ টি, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ৭৭ টি ও ২য় ধাপে ৮৩ টি গৃহ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট