সনজিত কুমার দাস
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ মজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হীন ও ভূমিহীনদের মাঝে আজ জমি প্রদান ও ঘর প্রদান অনুষ্ঠান বিটিভি থেকে সরাসরি ও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
সারাদেশে ন্যায় নওগাঁ নিয়ামতপুর উপজেলায় ঘর পেল ৮৩ ভূমিহীন। বুধবার (৯ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ঘরের চাবি ও দুই শতাংশ জমির কাগজপত্র গৃহ হীনদের হাতে তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।