রাজু আহমেদ
সভাপতি ,
জেলা ছাত্রলীগ , কুড়িগ্রাম।
লাল সবুজের হৃদয়ে তুমি ঠিক যেখানে বাঙালির প্রাণ।
সেখানে রেখেছ দেশকে খুবই যত্নে
তুমি যে সুবাসিত ঘ্রাণ।
বাঙালির হৃদয়ে তুমি, বাঙালির শক্তি-সাহস।
আগুনসন্ত্রাস, খুন, দুর্ভিক্ষ, অপমৃত্যুর মুক্তি তুমি!
মুক্তিযুদ্ধের চেতনার জয়গান ,আর তোমার বুকে নিরাপদ লাল-সবুজের ভূমি।
নিজ কর্মগুণে তুমি মানুষের মৌলিক অধিকার সহ সকল সমস্যার সমাধান।
নিত্যদিনই বাঙালির কণ্ঠে ,তাই তোমার-ই জয়গান।
বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছ তুমি।
বাংলার অবিকল্প সারথি হয়ে বাঁচিয়েছ দেশ, নইলে হইত ভীষণ ক্ষতি।
তুমি অপশক্তি, দুরাশক্তি, বিরোধীশক্তির দূর করেছ ভয়!
বাঙালির বহুমুখী লড়াই ও অদম্য সাহসের মূল তুমি; তোমাকেই মানায় জয়।
তুমি বিশ্ব আগ্রহের কেন্দ্রবিন্দু, পরম আরাধনার মূল
আমাদের স্মার্ট বাংলাদেশের রুপকার, ছড়াও উন্নয়নের প্রস্ফুটিত ফুল।
★ বি দ্রঃ আমি কোন লেখক কিংবা কবি নই।
দেশরত্ন শেখ হাসিনা আমার আবেগ , ভালোবাসা