নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ১২/২৪৯ তারিখ- ০৯/০৮/২০২৩ খ্রিঃ; ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)। উক্ত ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি ধর্ষক মাসুদ (২৬), পিতা- মোঃ আলী আকবর, সাং-চিকনিসার, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ‘কে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।