নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ বছরের কারাদন্ড ও ২৯,০০,০০০/-(উনত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা- মোঃ কুদ্দুস শেখ, সাং- গোবিন্দপুর, থানা- ফরিদপুর সদর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।এছাড়া গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক যৌতুক মামলায় ০১ বছরের কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি মোঃ জাকির মিয়া লাকেছ মিয়া (২৬), পিতা- মোঃ মহর আলী মের আলী, সাং- উড়িয়ন্দ, থানা- মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।