1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

মাদক,সন্ত্রাস জঙ্গীবাদ ও যৌতুক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে-পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

আজহার চৌধুরী নওগাঁ থেকেঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবর পুর ইউনিয়নে মধইল বাজারে অদ্য ২২ আগষ্ট বিকাল ৩.৩০ মিনিটে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে রাশিদুল হক সুযোগ্য পুলিশ সুপার নওগাঁ বলেন মাদক সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূলে পুলিশ নিরলসভাবে প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে, এছাড়াও কমিউনিটি পুলিশ এই মাদক সন্ত্রাস জঙ্গীবাদ ও যৌতুক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানায়।
কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন পলাশ চন্দ্র দেব,ওসি পত্নীতলা নওগাঁ, সভায় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মু,আব্দুল মমীন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা নওগাঁ। উপস্থিত ছিলেন, আব্দুল গফ্ ফার সাধারণ সম্পাদক পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান পত্নীতলা উপজেলা পরিষদ নওগাঁ, উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সভাপতি পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ, মোছাঃ খাদিজাতুল কোবরা মহিলা ভাইস চেয়ারম্যান পত্নীলা উপজেলা উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, রাহাত উপজেলা ভাইস চেয়ারম্যান পত্নীতলা উপজেলা পরিষদ নওগাঁ উপস্থিত ছিলেন, আকবর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও আকবর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম চৌধুরী, উপস্থিত ছিলেন আকবর পুর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজহার চৌধুরী উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, রেজাউল করিম চৌধুরী হেলাল, সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক কর্মীবৃদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও যৌতুক নির্মূলে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ আকবরপুর ইউনিয়ন শাখা মধইল সমাবেশের আয়োজন করেন পত্নীতলা থানা। নওগাঁ জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার এর বিচক্ষণতা দিকনির্দেশনায় ও নিরলস প্রচেষ্টায় নওগাঁ জেলায় মাদক সন্ত্রাস জঙ্গীবাদ, ও যৌতুক নির্মূল এখন সফল ও নিয়ন্ত্রিত আগামী দিনে এই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে সন্ত্রাস জঙ্গীবাদ, মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সচেতন মহলের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira