1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

জনগণই সকল শক্তির মূল, জনগণ আমাদের পাশে আছে বৈদেশিক অপশক্তি আওয়ামী লীগ কে কখনো দাবিয়ে রাখতে পারবেনা- খাদ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জনগণই সকল শক্তির মূল। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। মুক্তিযুদ্ধের সময়েও কোনো কোনো পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করে সফল হয়নি।’আজ মঙ্গলবার নিয়ামতপুরের বীরজোয়ান উচ্চবিদ্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতৃত্বের শক্ত ভিত (অবস্থান) নেই। তাদের দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়নি। তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়।’ এ সময় বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই বলে উল্লেখ করেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়, অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাঁর সুযোগ্য কন্যা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে করেছেন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’
ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira