কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা শিক্ষা অফিস আয়োজিত কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা – ৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সাধারণ দর্শনার্থী।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (অ.দা) মোঃ আবুল হোসেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ছেলেদের মধ্যে গন্ডা ইউনিয়নের শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে রোয়াইলবাড়ী ইউনিয়নের নিলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইব্রকারে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট মেয়েদের মধ্যে নওপাড়া ইউনিয়নের নুরেছা দুঃখিয়ার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রোয়াইলবাড়ী ইউনিয়নের নিলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
সবশেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি কেন্দুয়া -আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল পুরষ্কার তুলে দেন।