রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণ করেছে হাইওয়ে পুলিশ। ১০ সেপ্টেম্বর গাজীপুর হাইওয়ে রিজওয়ানের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ ময়লা আবর্জনা স্তুুপ অপসারণ করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার আশেপাশে সড়কে ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক, সাব ইন্সপেক্টর যোবায়েরসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া এলাকার উভয় পাশে স্থানীয় বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে ভাসমান দোকান, কাঁচা বাজার বসছে নিয়মিত। এসকল দোকান ও বাজারসহ আশেপাশের বিভিন্ন দোকান ও মার্কেটের ময়লা আবর্জনা এ মহাসড়কের পাশে ফেলে স্তুপ করা হয়েছে। দীর্ঘদিনেও এসব ময়লা আবর্জনা অপসারণ না করায় সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়াও ভাসমান দোকানপাট ও বাজারের কারনে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়তই অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে হাইওয়ে পুলিশ।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক এখানে গত ১৫ জুলাই যোগদান দেওয়ার পর থেকে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার চিত্র পাল্টে গেছে। (ঢাকা-সিলেট) মহাসড়ক দখল করে গড়ে ওঠা দোকান পাট ও অবৈধ ইজিবাইক, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে (ঢাকা-সিলেট) মহাসড়ককে দখল মুক্ত করার জন্য প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ যাতে পোহাতে না হয় সেজন্যই এ মহাসড়কে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। যতদিন মহাসড়ক ও হাইওয়ে সড়কে অবৈধ দখলদার থাকবে ততদিন পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম।