নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ২৫ বোতল বিদেশী মদসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ, আটকৃতরা হলেন আড়াইহাজার থানার পুরিন্দা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে তামিম, ও রূপগঞ্জ থানার বলাইখা গ্রামের আয়নাল হকের ছেলে রাব্বি। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা গাউছিয়া এলাকার মাহনা জোড়া মসজিদের পাশে একটি নিরিবিলি জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।