1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে রাণীসংকৈলে স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রাবেয়াকে (৩০) হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল হুদা (৩৬)। বুধবার (৮ নভেম্বর) ভোরে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী নাজমুল হুদা ওই এলাকার মরহুম ফজলুর রহমান মাস্টারের ছেলে। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো বটি দিয়ে নাজমুল তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্বামী নাজমুল হুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। আত্মসমর্পণশারী স্বামী নাজমুল হুদা আমাদের হেফাজতেই রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira