খন্দকার সেলিম রেজাঃ
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে করিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে,নরসিংদী সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন।এ অনুুষ্ঠানের প্রধান অতিথি,মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ড.বদিউল আলম।উক্ত অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার উপ-পরিচালক, মৌসুমী সরকার চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,আফতাব উদ্দীন ভূঁইয়া,নরসিংদী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক মোহাম্মদ আলী,নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মেহেদি হাসান কাউসার।এছাড়াও উক্ত অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মমিনুর রহমান আপেল,চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ দেলোয়ার হোসেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ রফিকুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাহিদা আক্তার এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান,কফিল উদ্দীন ভূঁইয়া বাচ্চু প্রমূখ।