কোহিনূর আলম, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে ।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় ।
এর আগে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন । তবে এবার অনেকটা ব্যতীক্রম । কারণ এবার তিনি দলীয় মনোনয়নে নন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ।
এ বিষয়ে উপজেলা যুব লীগের সিনিয়র সদস্য মোঃ রিপন চৌধুরীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু সব সময়ই অবহেলিত ও সাধারণ মানুষের পাশে ছিলেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই বিজয়ী হবেন ইনশাল্লাহ । কারণ কেন্দুয়া-আটপাড়ার মানুষের কাছে তিনি জনপ্রিয়তায় অদ্বিতীয় ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, জেলা যুব লীগের সম্মানিত সদস্য মোঃ আব্দুল ওয়াহাব ঝুটন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সিনিয়র সদস্য মোঃ রিপন চৌধুরী, কেন্দুয়া পৌর যুব লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন ফেরদৌস, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, কেন্দুয়া পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাফি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।