খন্দকার সেলিম রেজাঃ
প্রতিনিধি নরসিংদী জেলা
পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)নরসিংদী এর উদ্যোগে ২০২৩ সালে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ
তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।কৃতি শিক্ষার্থীগণকে ফুল,প্রীতি উপহার ও সম্মাননা পত্র তুলে দেন।এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এবং নরসিংদী জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) সভানেত্রী জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।