নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পুলিশের, পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তা ডিএসসিএসসি কোর্স-২০২৩ সম্পন্ন করেছেন। গত দুই বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে এ কোর্স সম্পন্ন ও মর্যাদাপূর্ণ পিএসসি সিম্বল অর্জন করেন।
দেশি-বিদেশী সামরিক কর্মকর্তাদের সামরিক কৌশলগত দক্ষতা, সামরিক-বেসামরিক তথা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সাধন ও সহযোগিতা বৃদ্ধিতে ডিএসসিএসসি’র ভূমিকা অনস্বীকার্য। এ কোর্স থেকে অর্জিত জ্ঞান ও প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে কাজে লাগাতে পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে ডিএসসিএসসি-২০২৩ এর সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি সকল অফিসারকে অভিনন্দন জানান। এবছর ডিএসসিএসসি কোর্সে ২৫৭ জন অফিসার অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনা বাহিনীর ১৩৬ জন, নৌ বাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ২৪ জন এবং বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার অংশ নেন। এছাড়া ও যুক্তরাষ্ট্র, কুয়েত, কাতার, সৌদি আরব, মালি, নাইজেরিয়া সহ এরকম বন্ধুপ্রতিম ২৪ টি দেশের ৪৯ জন সামরিক কর্মকর্তাও এ কোর্সে অংশগ্রহণ করেন।
কোর্স সম্পন্নকারী বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা হলেন, পুলিশ সুপার জয়িতা শিল্পী (টি.আর,পুলিশ হেডকোয়ার্টার্স),
পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পি.বি.আই, ফরিদপুর), ও পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা (টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স)