মোসাদ্দেক হোসেন (জয়পুরহাট)কালাই প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ই ডিসেম্বর সকাল ১০ টায় “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান রাস্তার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনের বিষয় বস্তু তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত্য বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানা। তদন্ত ওসি আনোয়ার হোসেন, গারইল দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল আলম নান্নু, কালাই ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদসহ আরো অনেকেই।