কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ ছাত্তার আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি মুক্ত সুখী, সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে নতুন প্রজন্মকে পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর জোর দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কবি,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ।