1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। ৯ ডিসেম্বর শনিবার দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”। শুরুতেই ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে কালেক্টরেট চত্বরে একটি মানববন্ধন পালন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচালরাল অফিসার জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira