মোঃ মোসাদ্দেক হোসেন (জয়পুরহাট)কালাই উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রসাশনের আয়োজনে ১৪ই ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯ টায় কলাই বাসষ্টান্ডের পূর্ব পার্শ্বে উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, কালাই থানা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই সরকারি মহিলা কলেজ ও কালাই ডিগ্রী কলেজ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত এর সভাপতিত্বে শহীদ- বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।