খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
(১৩ ডিসেম্বর, ২০২৩)নরসিংদী জেলা মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়েরকান্দি এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজু ররহমান পিপি এম।এ সময় পুলিশ সুপার ঘটনার মূল রহস্যকে উদঘাটন করতে ঘটনার সাথে জড়িত আসামীদের শনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনিবার্ণ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব কে.এম শহিদুল ইসলাম সোহাগ, অফিসার ইনচার্জ,মাধবদী থানা জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা জনাব খোকন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।