কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোগ বাজার থেকে তিন জুয়ারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজারে এসআই আলীমুর রাজীর নেতৃত্বে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয় বলে জানা যায় ।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, স্থানীয় – নাঈম (১৯), শামছু মিয়া (৪০) ও কুচিয়া ধরতে আসা সুসং দুর্গাপুরের হিমেন্দ্র চাকমা (৬৫) ।
কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম বাবুলের মুঠোফোনে একাধিকবার
যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা) জানান, আমরা ইতোমধ্যে তিন জনকেই কোর্টে প্রেরণ করেছি । মদ, জুয়া ইত্যাদি ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না ।