নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে “খাল খনন কাজে অনিয়ম ” এই শিরোনাম একটি নিউজ প্রকাশিত হয়েছে।
শিরোনামে নিউজ বিভিন্ন পত্রিকায় প্রকাশের ২৪ ঘন্টার মধ্য এলজিইডির নওগাঁ নির্বাহী প্রকৌশলী জনাব তোফায়েল আহমেদ নিয়ামতপুর উপজেলায় চলমান নিয়ামতপুর গাহাইল খালের পূন:খনন কাজ পরিদর্শন করেন।
জেলা নির্বাহী প্রকৌশলী জনাব তোফায়েল আহমেদ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরই মধ্যে খাল পুনঃখনন কাজ পরিদর্শনে এসেছি। টেকসই ক্ষুদ্রাকার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খালটির পূন:খনন কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সিংহভাগ কাজ শেষ হয়েছে।পরিদর্শন কালে চলমান কাজটি আরো সুন্দর ভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ প্রদান করেন।
খাল পুনঃখনন কাজের চিহ্নিত কিছু ত্রুটি সমাধানের ব্যাপারে বিশেষ গূরত্ব প্রদান করে। তিনি সংশ্লিষ্ট সকলকে ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক কাজ বাস্তবায়ন নিশ্চিত করতে বলেন।
তিনি আরোও বলেন, ডিজাইন স্পেসিকেশন মোতাবেক কাজ বাস্তবায়ন হলে তবেই পুনরায় পরিদর্শন পূর্বক বিল প্রদানের ব্যাপারে নির্দেশ দেবেন। তিনি নিয়ামতপুর গাহাইল পাবসসের সংশ্লিষ্ট সকলকে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কাজ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতা করতে আহবান জানান।
এছাড়াও নিয়ামতপুরে জিওবি মেইন্টেন্যান্সের আওতায় চলমান নিয়ামতপুর-বরেন্দ্রবাজার রাস্তার চলমান আরসিসি কাজ ও রাস্তা সংশ্লিষ্ট ড্রেনের কাজ পরিদর্শন করেন।
নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে পথকৈল মোহাম্মদপুর খালের অনুমোদিত অংশের পূন:খনন কাজ যেন ডিজাইন স্পেশিফেকেশন মোতাবেক দ্রুত কাজ বাস্তবায়ন করা হয় এব্যাপারে নির্দেশনা প্রদান করেন জেলা নির্বাহী প্রকৌশলী। এছাড়াও খালের পাড়ে বন বিভাগের গাছ থাকায় তাদের সাথে আলোচনা করে হেলে যাওয়া বা নষ্ট হওয়া গাছ গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।