নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ মটর সাইকেল মার্কায় পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪০ হাজার ৭শ ৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ (কাপ পিরিচ)। প্রাপ্ত ভোট সংখ্যা ২২ হাজার ৩শ ৩৯। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রায়হান কবির রাজু (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমিন আরা খাতুন (হাঁস)।