নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী প্রতিষ্ঠান ঘাসফুলের উদ্যোগে জলবায়ু প্রভাবে উপর ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ৩০ মে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি বার্ষিক সহযোগিতা করেন পিকেএসএফ।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
ঘাসফুল ও আরডিআরএস ফোকাস পার্সন কেএমজি রাব্বানী বসুনিয়া ও একেএম সালাউদ্দিনের উপস্থাপনায় ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
প্রকল্প বিষয়ে সার্বিক দিক তুলে ধরেন পিকেএসএফ এর কো-অর্ডিনেটর রবিউজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) হারুনুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, ঘাসফুলের এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী কহিনুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।