নিজস্ব প্রতিবেদকঃ ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে নওগাঁর নিয়ামতপুরে। উদ্বোধন শেষে আলোচনা সভা আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সার্ভেয়ার অলোক কুমারসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।