নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁরনিয়ামতপুরে টাকাসহ নিজগ্রামের রাস্তা থেকে তৈবুর মোল্লা ওরফে তোবু (৪০) নামে এক কৃষককে তুলে নিলো দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৪ জুলাই) রাত ৯ টার দিকে নিয়ামতপুর উপজেলায় শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া এলাকার গ্রামীন রাস্তায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তৈবুর মোল্লা ওরফে তোবু উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের মৃত জেকের মোল্লার ছেলে।
এ ঘটনায় শুক্রবার নিখোঁজ তৈবুর মোল্লার ছেলে বাদী হয়ে নিয়ামতপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কৃষক তৈবুর মোল্লা ধান বিক্রি করে। সেই টাকাগুলো নিয়ে সে হাটে যায়। হাট থেকে টাকাগুলো পকেটে নিয়ে বাড়িতে ফিরছিলেন সে। এ সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে তাকে নিয়ে চলে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সেখানে তারা দেখতে পায় তৈবুর মোল্লার পরনের ছ্যানডেল পড়ে আছে। নিখোঁজ ব্যক্তিকে খুজে পেতে প্রশাসন সহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হচ্ছে।
নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ বলেন, নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।