নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের উদ্যোগে উপজেলা বিএনপির কমিটির নব নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ২০ ডিসেম্বর শুক্রবার বেলা ৪টায় নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি ৪৬, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসাহাক আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, ও জাহাঙ্গীর কবির বাচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী বলেন, দেশে এখন কোন সরকারী দল নেই, বিরোধী দলও নেই। তাই সাংবাদিকদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। সরকারের বিভিন্ন ভুল-ভ্রান্তি জনগনের সামনে তুলে ধরতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সঠিক তথ্য তুলে ধরতে হবে। যদি আমারও কোন ভূল হয় সেটিও তুলে ধরতে হবে। তবে মিথ্যে কোন সংবাদ প্রচার করা যাবে না।
উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। যদি সেই বিবেক বিবেকহীনের মত কাজ করে তাহলে দেশ রশা তলে যাবে। আমি নিয়ামতপুরের সকল সাংবাদিকদের বলবো, আপনারা নিয়ামতপুরকে সঠিক পথে নিয়ে যেতে চাইলে সঠিক তথ্য প্রচার করুন। কারো কোন প্ররোচনায় না পড়ে নিজের বিবেক দিয়ে কাজ করুন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো। উপজেলা প্রেস কাবের সদস্যরা অতীতে আমাদের পাশে ছিলো, আশা করবো আগামীতেও আমরা তাদের পাশে পাবো।
নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুল মতিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সদস্য আল মাহমুদ, নূরুন নবী, আলমগীর হোসেন মন্ডল।
উপজেলা প্রেস কাবের অর্থ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির নিব নির্বাচিত কমিটির সদস্যদের উপজেলা প্রেস কাবের সদস্যরা ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।