1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ওরা কারা,তৃণমূল বিএনপির ক্ষোভ বিক্ষোভে পরিনত:নাটোর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নাটোর জেলা বিএনপির।গত ০২/০২/২০২৫ইং রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সাবেক জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে করে ১৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি।
আংশিক আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ,জিল্লুর রহমান বাবুল,মিজানুর রহমান ডিউক,মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন।কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হন শহীদুল ইসলাম রাজু,সাবিনা ইয়াসমিন,আবুল কাশেম, তারিকুল টিটু,ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক ও শ্রী রঞ্জিত কুমার সরকার। এদিকে নব্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাটোর জেলা বিএনপির তৃনমুলের অনেক নেতা কর্মী। বিষয় টি এখন নাটোরের সর্বসাধারণের মাঝে প্রধান আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। বহিষ্কৃত নেতা মিজানুর রহমান ডিউক ও ব্যাবসায়ি আবুল কাশেম কিভাবে কমিটিতে জায়গা পেলো এ প্রশ্ন নাটোরের তৃনমুলের প্রতিটি নেতা কর্মীর মাঝে।ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দল ও বিএনপির সাবেক ত্যাগী নেতা কর্মীদের মাঝে খবর নিয়ে জানা যায় মিজানুর রহমান ডিউক একজন বহিষ্কৃত জনবিচ্ছিন্ন নেতা ও আবুল কাশেম একজন ব্যাবসায়ি,যাদেরকে বিগত ১৭বছর কোথাও কোনো আন্দোলন সংগ্রামে খুঁজেই পাওয়া যায়নি তারা আজ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসিন হয়েছে এটা কোনো ভাবেই মেনে নিবে না বলে জানান সাবেক জেলা বিএনপি অসংখ্য নেতৃবৃন্দ।কমিটি পূণরায় বিবেচনার জন্য নাটোরের পথে পথে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল ও বিএনপির সাবেক এবং বর্তমানের একাংশ। এদিকে সাবেক জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন দলের জন্য আজীবন কাজ করেছি, দুর্দিনে কখনো পিছুপা হয়নি,মাথায় ১৮টি সেলাইয়ের ঘা এখনো শুকায়নি, এখনো ডান হাতে খেতে পারি না।তিন তিনবার আওয়ামী সন্ত্রাসীদের হামলার মৃত্যুপথ থেকে ফিরে এসে এই প্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করা ছাড়া আমার কিছুই করা নাই বলে জানান তিনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা রেখে সুষ্ঠু ও সঠিকভাবে তদন্তের মাধ্যমে রাজপথের ত্যাগী ও স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী দারা নির্যাতিত নেতাদের নিয়ে কমিটি পুনরায় গঠনের দাবি জানান তিনি। সদ্য দায়িত্ব পাওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব বলেন সদ্য আংশিক আহ্বায়ক কমিটিতে কিছু ত্যাগী নেতা থাকলেও অনেককে দায়িত্ব দিয়ে পদ দেওয়া হয়েছে যারা দলের দুর্দিনে কোনোদিন রাজপথে লড়াই সংগ্রামে ছিলো না এবং যাদেরকে তৃণমূলের নেতা-কর্মীরাই চিনে না, অথচ একমাত্র তৃনমুলই যে দলের প্রাণশক্তি।বহিষ্কৃত নেতা মিজানুর রহমান ডিউক ও আবুল কাশেমের মতো ব্যাক্তিকে কমিটিতে দেখে রীতিমতো অবাক হয়েছে হাজার হাজার নেতৃবৃন্দ।সুষ্ঠু ও সঠিক ভাবে তদন্ত করে কমিটি পুনরায় গঠনের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira