
নিজস্ব প্রতিবেদকঃ
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদকে সামনে রেখে বুধবার (৮ম মার্চ )সকাল দশটায়  মান্দা উপজেলা পরিষদের সামনে র্্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  মোছাঃ মাহবুবা সিদ্দিকা রুমা, ( উপজেলা ভাইস চেয়ারম্যান),  মো. আবু বক্কর সিদ্দিক নির্বাহী কর্মকর্তা,  রিতা রানী পাল মহিলা বিষয়ক কর্মকর্ত। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রী চৈতন্য দেবনাথ ( অ্যাসোসিয়েট অফিসার) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি।