1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবেঃ কামরুল হাসান ভূঁইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৭২৯ বার পড়া হয়েছে

কোহিনূর আলম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পারভীন সিরাজ মহিলা কলেজের মিলনায়তনে ছাত্র- শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোজাহিদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক জাহিদুল ইসলাম, সিরাজাম মনিরা ও অভিভাবক পর্যায়ের আসাদুল করিম মামুন সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা একজন ভালো শিক্ষকের প্রয়োজনীয়তা তুলে ধরেন।কারণ পিতা-মাতার পরেই একজন শিক্ষকের স্থান।
পারভীন সিরাজ মহিলা কলেজের সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে।শিক্ষার্থীরা যেনো মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে এবং তারা যেনো সুনাগরিক হিসেবে গড়ে ওঠে সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এ বিষয়ে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে।
উক্ত সভায় শিক্ষার্থী, প্রভাষক, অভিভাবক, সাংবাদিক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira