1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন

রামপুর গরুর বাজার রক্ষার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী রামপুর বাজারে কেন্দুয়া নেত্রকোনা রোডে রামপুর গরুর বাজার রক্ষার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকাল এগারোটায় “গরুর বাজারের
পক্ষে জাগো এলাকাবাসী, প্রতিবাদ প্রতিরোধের এখনই সময় ” এই শ্লোগানে রামপুর বাজার রক্ষার্থে এলাকাবাসীর পক্ষে ইজারাদার মোঃ উজ্জ্বল খানের নেতৃত্বে আশুজিয়া ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম চন্দন ও সার্ভেয়ার রেজাউল করিমের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের এ গরুর বাজারটি মোটা অঙ্কের টাকায় বিনিময়ে প্রায় ৬০ / ৬৫ জনের নামে লিজ দেয়ার প্রতিবাদ ও বাতিলের দাবি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে, রামপুর বাজার গরুর হাট নষ্ট হতে দেবো না, জনস্বার্থে প্রশাসন স্থবির কেনো? এলাকাবাসি জানতে চায় এমন বিভিন্ন শ্লোগান নির্ভর ব্যানার শোভা পাচ্ছিলো।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দলপা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন ফকির ,আশুজিয়া ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপুর বাজারের ইজারাদার উজ্জ্বল খান , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রামপুর বাজারের সাবেক ইজারাদার হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এখলাছ উদ্দিন খান ও বীরমুক্তিযুদ্ধা আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা অবিলম্বে এই লিজ বাতিলের দাবি জানানোর পাশাপাশি তাদের বিচারের দাবি তুলেন । অন্যথায়, আরো কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে উল্লেখ করেন।
এ বিষয়ে সার্ভেয়ারের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি এবং ভূমি কর্মকর্তার কাছ থেকে সদুত্তর পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira