1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল ৩ টায় নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া লিচু বাগানে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকবাল কাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদুস সালেহীন।

সভায় স্বাগত বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদস্য সচিব জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌফিক শাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনূর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা ২৪ শে গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরোও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি দলকে আরো শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সে সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ামতপুর, পোরশা, সাপাহারের সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira