নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৩/০১/২০২৩ তারিখ বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের সার্বিক সহযোগীতায় গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: দিদার হোসেন এর নের্তৃত্বে সদর থানাধীন সালনা বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্য মূল্যের অধিক মূল্যে সেবা প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন এবং মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ০৩ (তিন) টি প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ২৪,০০০/- (চব্বিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সদর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
প্রকাশকঃ ফারজানা , সম্পাদকঃ আলমগীর মন্ডল, যোগাযোগ : ০১৭১১২৯০৯৬১