1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল, ধনতলা ইউনিয়নে ১২টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু। লিখিত বক্তব্যে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উল্লেখিত স্থানে প্রতিমা ভাংচুরের বিষয়টি পূর্ব পরিকল্পিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। স্থানীয় একটি মহল এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা উস্কে দিয়ে স্বার্থ হাসিলের নীল নকশা রচনার পায়তারা করছে। এ জাতীয় ঘটনার মাধ্যমে মূলত চক্রটি আমাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল সহ মন্দির ও প্রতিমা ভাংচুরের মাধ্যমে আমাদের সম্প্রদায়কে উচ্ছেদ করার খেলায় লিপ্ত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তপূর্বক সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে সংখ্যালঘুদের বসতবাড়ি জানমাল রক্ষায় সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরউল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্মন, কার্যকরী সদস্য জদুনাথ বর্মন, সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উজ্জল শাহ্, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira