1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল, ধনতলা ইউনিয়নে ১২টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তিনাই রায় চৌধুরী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস. এন তরুন দে, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মনোরঞ্জন সিং প্রমুখ।
বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন রামুতে বৌদ্ধ বিহারে কারা হামলা করেছিল। একই সাথে দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় ঘটনা ঘটানো হয়েছে; যেখানে বিএনপির নেতা কর্মীরা জড়িত ছিল না। কুমিল্লাতেও একই ভাবে ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যেকটি স্থানে এ জাতীয় ঘটনাগুলোকে আ’লীগ নিজেরাই প্লান করে করছে। মূলত তারা বিএনপিকে দুর্বল করার জন্য, বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য এ জাতীয় ঘটনা ঘটিয়েছে। আমরা বালিয়াডাঙ্গী উপজেলার ঘটনাস্থলে পরিদর্শন শেষে যেটা জানতে পেরেছি, তারা আমাদের জানিয়েছে তাদের প্রায় ১ হাজার বিঘা জমি ইতিমধ্যে স্থানীয় এমপি দখল করে নিয়েছেন। সামনে নির্বাচন ও মির্জা ফখরুলকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এ জাতীয় ঘটনা ঘটানো হয়েছে। আমি এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। উল্লেখ্য যে, কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির একটি টিম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উল্লেখিত ৩টি ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira