নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে হেকস- ইপার’র সহযোগিতায় সামাজিক সুরক্ষা সেবা সমূহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থাপনা বিষয়েে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় নওগাঁ নিয়ামতপুর উপজেলা চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় চন্দননগর ইউনিয়ন নারী মঞ্চের সভাপতি পলি রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য দেন চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি নজরুল ইসলাম বাবুল, চন্দননগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান ও আমান আলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগর ইউপি সংরক্ষিত নারী আসনের সদস্য আইনুর খাতুন, রুমা বেগম, ইউপি সদস্য মইনুল ইসলাম, নাজমুল হুদা, রবিউল আলম, আজিজার রহমান, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাম রাব্বানী, মতিউর রহমান, গৌতম চন্দ্র বর্মন, মৎস্য অধিদপ্তর স্টাফ মমিনুল ইসলাম। এছাড়াও ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা অফিসার শামসুল হক, সিডিও রুবিয়া খাতুন, আফরোজা খাতুন, আলফা বেগম, প্রদীপ কুমার জয়দেব চন্দ্র প্রমুখ।