1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর ডক্টর হুমায়ুন কবির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

মো:সুমন আলী:
ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল এর কৃতি সন্তান নিঃস্বার্থ মানবসেবায় উৎফুল্ল মানবতার ফেরিওয়ালা প্রফেসর ডক্টর হুমায়ুন কবির। যিনি সর্বদা রানীশংকৈল বাসীর উন্নয়নের কথা চিন্তা করেন।
দক্ষিণ আফ্রিকা থেকে আমাদেরকে ঈদ উপলক্ষে একটি বার্তা জানিয়েছেন। ডক্টর হুমায়ুন কবির বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে ফিরে আসে ঈদুল ফিতরের সুন্দর মুহূর্ত। এই এক মাস সিয়াম সাধনায় আমরা যে সংযম ও ত্যাগের শিক্ষা লাভ করেছি তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে ।

তিনি আরো বলেন ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। আসুন, ইসলামের চিরায়ত
শিক্ষায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই। ধর্মীয় বিধি-বিধান মেনে আমাদের যাকাত ও ফিতরা আদায় করি। সকল হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের পাশে দাঁড়াই।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে সকলের সাথে ভালোমন্দ, সুখ-দুঃখ সকলের বিভিন্ন রকম সমস্যা সমাধানের বিষয়ে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকুন।

অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে একসাথে নিজ এলাকার উন্নয়নে কাজ করি। অন্যন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই। মানবিক সমাজ গঠনে সবাই এগিয়ে আসি। মহান আল্লাহ আপনাদের সকল স্বপ্ন পূরণ করুন । সবাই সুস্থ থাকুন । বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনসবাইকে নিয়ে ভাল থাকুন। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সকলের প্রতি ঈদ মোবারক। আমি প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বিশ্বের যেখানে থাকি না কেন সব সময় মনে করবেন আপনাদের পাশেই আছি আপনাদের সেবায় নিয়োজিত আছি তাই সকল দেশবাসীকে জানাই ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira