কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
রোজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পালন করা হয়েছে কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান কণ্ঠশিল্পী আনিসুর রহমান সাগর এর ৩৮তম শুভ জন্মদিন। অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, লেখক ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৯ নং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার। এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়াসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় বাউল শিল্পীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত থেকে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য কণ্ঠশিল্পী আনিসুর রহমান সাগর ইতোমধ্যে কেন্দুয়া ও কেন্দুয়া উপজেলার বাইরেও সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে বাউল ধারার জনপ্রিয় অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন।