1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ মে সোমবার সকালে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা, কর্মী ও সদস্যরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জড়ো হয়।
সেখানে জাতীয় ও শ্রমিক ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গফুর ভুইয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাটলা, সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার প্রমুখ। এছাড়াও ঠাকুরগাঁও জেলার ২৭টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান আসিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
র‍্যালী ও আলোচনা সভায় অংশ নেয় ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা হোটেল রোস্তারা শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা কুলি শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা রিক্সা-অটোরিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা বেসরকারী বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও জেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সহ ২৭ টি বেসিক ইউনিয়ন। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে শ্রমিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira