মোঃ মজিবর রহমান শেখঃ
দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১ মে সোমবার দিবসটি পালনে আ’লীগ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান আলোচক ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে শ্রমিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।