1. alomgirmondol261@gmail.com : দৈনিক আজকের খোলা কাগজ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

রাজধানীর বংশাল ও যাত্রাবাড়ী এলাকা হতে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী হাবিব হোসেন’কে ও নুরুল হক’কে গ্রেফতার র‍্যাব-১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অদ্য ০২ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল সাত রওজা আনন্দ বেকারী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক প্রতারণা মামলায় ০১ (এক) বছরের কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ০২ (দুই) মাসের কারাদন্ড দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী হাবিব হোসেনকে (৪৫)’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ -১,৩০০/- (এক হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল ০১ মে ২০২৩ খ্রিঃ তারিখ উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মাছের আঢ়ৎ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০২টি পৃথক অর্থঋণ মামলায় ০৬ (ছয়) মাস করে মোট ০১ (এক) বছর কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুরুল হক (৫৩), পিতা-মৃত আরব আলী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-কাজলা, থানা-যাত্রাবাড়ী, ঢাকা’থেকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ -৩৪০/- (তিনশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developer By Zorex Zira