নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় ০২ (দুই) বছরের কারাদন্ড ও ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের কারাদন্ড দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওয়াহিদুল হক প্রকাশ ওয়াহিদ (৪২), পিতা- শাহ্ আলী, সাং- চরগোলগোলিয়া, কদমপুর, থানা- সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।