মোঃ মজিবর রহমান শেখঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৫ মে সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীর শিখন ঘাটতি পূরণ, শতভাগ উপস্থিতি, পাঠোন্নতি ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বাস্তবায়নকল্পে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক বাবু রতিকান্ত দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু মনিরঞ্জন দেবনাথ মনি প্রমুখ। মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ, শতভাগ উপস্থিতি, পাঠোন্নতি ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বাস্তবায়নকল্পে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।